Garments sample গার্মেন্টস স্যাম্পল





আসুন আগে জেনে নেই স্যাম্পল কী?
উত্তরঃ কোন একটা গার্মেন্টের সরাসরি বৃহৎ উৎপাদনে (Bulk Production) যাওয়ার আগে বিভিন্ন বায়ারের বিভিন্ন চাহিদা অনুযায়ী নির্দিষ্ট উদ্দেশ্যে যে সকল নমুনা গার্মেন্ট বায়ারের অনুমোদনের (Approval এর) জন্য বানানো এবং পাঠানো হয় তাকে স্যাম্পল বলে।
এবার জেনে নেয়া যাক স্যাম্পলের প্রকারভেদঃ
1. Counter sample:
বায়ারের নিকট থেকে পাওয়া Specification অনুযায়ী বায়ারের দেয়া  এক্সেসরিজ দিয়ে পোশাক তৈরি করতে হয়। এতে করে বায়ার যাতে দেখে বুঝতে পারেন, বায়ার যে গার্মেন্টস চাচ্ছেন, ঠিক সেই রকম তৈরি হচ্ছে কিনা।
2. Size set sample:
সাইজ অনুযায়ী যে স্যাম্পল গুলো বানানো হয় তাকেই সাধারনত size sets sample বলে। এই স্যাম্পল গুলো বায়ারকে দেয়া হয় গার্মেন্টসের size fitting ঠিক আছে কিনা তা দেখার জন্য।
3. Photo/Advertising sample:
Photo Shoot করার জন্য যে স্যাম্পল করা হয় তাকেই আমরা photo sample বলি। এই স্যাম্পল দিয়ে বায়ার বিভিন্ন মডেল/তারকাদের দিয়ে Photo shoot করিয়ে থাকেন। একটা স্টাইল মার্কেটে আসার দুই-আড়াইমা আগে থেকেই বায়ার তাদের ওয়েবসাইটে এবং অনলাইন শপগুলোতে সে স্টাইলের promotion করে। এগুলো সাধারনত মডেলরা পরে Photoshoot করে।
4.   PP sample:
এর অর্থ হচ্ছে Pre-Production sample. যে স্যাম্পল সমূহ চূড়ান্তভাবে প্রডাকশনে যাওয়ার জন্য তৈরি করা তাকেই PP sampel বলে। আর এই স্যাম্পলে বায়ারের চাহিদা অনুযায়ী সব এক্সেসরিজ দিয়ে এই স্যাম্পলটি তৈরি করা হয়,যেহেতু এই স্যাম্পলটি দিয়েই প্রডাকশনের কাজ শুরু হবে।
5.  Salesman sample:
এই স্যাম্পল গুলো counter sample- এর মতই তৈরি করা হয়। এখানে ক্রেতা যে সব স্টোরে বিক্রি করে থাকেন সে সব স্টোরে এক বা দুই পিছ করে স্যাম্পল হিসেবে দিয়ে থাকেন।যাতে স্টোর মালিকরা বুঝতে পারেন, তাদের স্টোরে বিক্রির জন্য কি ধরনের পোশাক আসছে।
6.  Proto Sample:
একজন বায়ার কোন জিনিস ক্রয় করার পূর্বে প্রাথমিক অবস্থায় যে স্যাম্পল তৈরি করা হয় তাকে প্রোটো স্যাম্পল বলে।পোশাক শিল্পে Proto Sample এর ক্ষেত্রে বায়ার শুধু জানতে চায় Manufacturer পোশাকটি ঠিকমত তৈরি করতে পারছে কিনা।তাই সেক্ষেত্রে স্যাম্পলটি তৈরি করার জন্য যে কোন কালারের ফেব্রিক ব্যাবহার করা যাবে।তবে পোশাকের স্যাম্পলটির সঠিক Measurement Sewing এর গুনগতমান ঠিক রেখে তৈরি করতে হয়,যাতে ক্রেতা(Buyer)  দেখে পছন্দ করে।
7.  Size Set Sample: 
এই স্যাম্পল সাধারনত PP Sample Approved হওয়ার পর এবং Bulk Cutting শুরু করার আগে বানানো হয়। যেহেতু শুধু নির্দিষ্ট দুই একটা সাইজের উপর করা হয় তাই সব সাইজের মেজারমেন্ট ঠিক আছে কিনা তা চেক করার জন্য সব সাইজের স্যাম্পল বানিয়ে মেজারমেন্ট এবং প্যাটার্ন Ajustment Check করা হয়।

8.  Production sample:
 বায়ারের দেয়া অর্ডার প্রোডাকশন চলাকালীন সময় কিছু পোশাক সংগ্রহ করেন। যার মাধ্যমে বুঝতে পারেন তার অর্ডার দেয়া মালামালের গুণগত মান ঠিক আছে কিনা।
9.  Shipment sample:
বায়ারের দেয়া অর্ডার অনুযায়ী প্রোডাকশন শেষ হওয়ার পর প্যাকিং করে শিপমেন্ট করা হয়। আর এই শিপমেন্টের সময় বায়ারকে কিছু স্যাম্পল পাঠানো হয়, এতে করে বায়ার বুঝতে পারেন যে কি ধরনের পোশাক তা জন্য শিপে এসেছে।
10.              GTP sample:
GTP sample  মানে হচ্ছে Garments Package Sample. যে কোন বায়ারেরই Order Shipment করার আগে International Third Party Testing Lab Bulk Production থেকে কিছু স্যাম্পল এনে আগে টেস্ট করে চেক করে নেওয়া হয় যে যেই Garment Shipment করা হবে তা আসলে Physical Strength, Chemical Behavior, Safety এবং যেই দেশে করা হবে সেদেশের এবং সেই বায়ারের বিভিন্ন প্যারামিটার অনুযায়ী ঠিক আছে কিনা। একে GPT Sample বলে। আর একেই বলা হয় GPT Sample বলা হয়।
11.              Fit Sample: 
এই স্যাম্পলের কাজ হচ্ছে গার্মেন্টের Fit Approval নেওয়া অর্থাৎ গার্মেন্টটা ঠিকমতো ফিটিং অনুযায়ী বানানো হচ্ছে কিনা তা চেক করা। একটা স্টাইলে অনেকগুলো সাইজ থাকে। সব সাইজের জন্য ফিট স্যাম্পল বানাতে হয় না। এক্ষত্রে নির্দিষ্ট একটি কিংবা দুইটি সাইজের স্যাম্পল বানিয়ে বায়ারে কাছ থেকে এপ্রোভাল নেওয়া লাগে।আর ফিট স্যাম্পল এপ্রোভড হয়ে গেলে সে অনুযায়ী গ্রেডিং করে বাকি স্যাম্পলগুলোর ফিটিং ঠিক করা হয়।

  
Md Tarikul Islam(George) 

No comments

Theme images by luoman. Powered by Blogger.