আসুন জেনে নেই GSM কাটার ছাড়া GSM মাপার সহজ উপায়



GSM কাটার ছাড়া GSM মিজার করার উপায়ঃ

ধরুন আপনার কাছে কোন  GSM কাটার নেই, ঠিক তখন আপনি ভাবে ফেব্রিকের GSM মিজার করবেন হোক সেটা নীট বা  হোক সেটা ওভেন

আমরা সাধারণত GSM বলতে বুঝি ওয়েট/ এরিয়া এর অনুপাত কে
GSM = Fabric Weight / Fabric Area

ফেব্রিক GSM = ফেব্রিক Weight / ফেব্রিক Area

আসুন ম্যাথ এর মাধ্যমে ফেব্রিক GSM  বের করার উপায় জেনে নেয়া যাক :

ধরুন আপনার হাতে একটি ফেব্রিক আছে তার Length Width মেপে নিন

ধরুন
ফেব্রিক Length = 10 Cm
ফেব্রিক Width = 8 Cm

ফেব্রিক Length, ফেব্রিক Width  দিয়ে তার আয়তন বা এরিয়া আমাদের বের করে নিতে হবে

 
ফেব্রিক এরিয়া = ফেব্রিক Length X ফেব্রিক Width

= 10 Cm X 8 Cm
=  80 Cm Squire
= 80÷1000
= =0.008 M Squire


ফেব্রিক এর ওয়েট মাপুন ধরা যাক ফেব্রিক ওয়েট পেলাম গ্রাম

ফেব্রিক GSM = Fabric Weight / Fabric Area
= 2 gm ÷ 0.008
= 250 Gram

এখানে যেহেতু 80 Cm কে মিটারে কনভার্ট করে 0.008 Meter নেয়া হয়েছে তাই যা ওয়েট হবে তা Meter এর অনুপাতে হবে সে অনুযায়ী ফেব্রিক GSM 250 Gram per squire Meter
 তারিকুল ইসলাম Mtis0199@gmail.com

No comments

Theme images by luoman. Powered by Blogger.