Colorfastness to washing test
Colorfastness to washing test:
আসুন প্রথমে জেনে নেই colorfastness to washing কী?
গার্মেন্টস ফেব্রিক ওয়াশ করার পর তার কালার ঠিক আগের মত থাকে কিনা তা জানার জন্য যে টেস্ট করা হয় তাকেই colorfastness to washing test বলে।
কোন Method এ কোন Test করতে হবে এইটা Buyers
রা বলে দেয়।
তাই আমরা চাইলোও যে কোন মেথড এ test করতে পারব না এই জন্য বায়ার Requirements Follow করতে হবে।
তাই আমরা চাইলোও যে কোন মেথড এ test করতে পারব না এই জন্য বায়ার Requirements Follow করতে হবে।
এছাড়া কিছু কিছু buyers এর নিজস্ব কিছু মেথড আছে কিছু specific test এর জন্য।এখন অনেকেই ভাবতে পারে test তো যে কোন একটা মেথড এ করলেই তো হয়……?
Ans: হবে। কিন্তু বায়ার আপনাকে বলেছে AATCC Method এ করতে আর আপনি করেছেন ISO method এই ক্ষেএে বায়ার যখন আপনার shipment করা product তাদের নিজস্ব Lab বা 3rd party কোন ল্যাব এ Test করাবে তখন আপনি ধরা পড়ে যাবেন। এবং আপনার সব Products Reject হবে তখন আপনার কিছুই করার থাকবে না আর company বড় ধরনের ক্ষতিগ্রস্থ হবে।
এবার জেনে নেয়া যাক ISO 105 CO6 method অনুযায়ী কিভাবে colorfastness to
washing test করা যায়। এই মেথডে A2s(40০C) B2s(50০C) C2s(60০C) টেস্ট গুলো উক্ত
তাপমাত্রায় করতে হয়।
colorfastness to washing টেস্টের জন্য প্রথমে ফেব্রিক নিতে হবে, এখানে শুধু
ফেব্রিক নয় অনান্য কিছুর ও colorfastness to washing টেস্ট করা হয়। তারপর
টেস্টের জন্য, স্ট্যান্ডার্ড সাইজ অনুযায়ী 4x5 cm fabric+multi fiber নিতে হবে এবং ওজন পরিমাপ করতে হবে। এখানে Multi fiber বলতে,এই ফাইবার অনেক
গুলো ফাইবার দিয়ে তৈরি করা হয়।এই ফাইবারের মধ্যে ৬ ধরনের ফাইবার থাকে Acetate, Cotton,
Nylon, Polyster, Acrylic, Wool. তারপর পিন আপ করে নিতে হবে।বায়ারের সলিউশন ও তাপমাত্রা
নিয়ে টেস্টের প্রস্তুতি নিতে হবে।
প্রথমে 1L পানিতে নিচের
কেমিক্যাল দিয়ে সলিউশন তৈরি করতে হবে।
- ECE Detergent - 4g/l
- Sodium Perborite-1g/l
এরপর ফেব্রিকের ওজন অনুযায়ী প্রতি ১গ্রাম ফেব্রিকে ৫০
মিলি সলিউশন নিয়ে ISO method-এর সময় ও তাপমাত্রা অনুযায়ী Gyro wash machine-এর মধ্যে প্রসেসিং এ
দেয়া হয় তারপর নির্দিষ্ট সময় শেষে প্রসেসিং করা ফেব্রিক বের
করে,ড্রাই মেশিনে শুকিয়ে নেয়া হয় যাতে কোণ পানি না থাকে।এরপর দেখা হয় যে ফেব্রিক
থেকে মাল্টি ফাইবারে কালার কতটুকু ব্লিড করেছে তা গ্রেডিং স্কেলের মাধ্যমে গ্রেডিং
করা হয়। তারপর Row Data Sheet-এর মধ্যে ফেব্রিকের পূর্বের অবস্থা ও এখনকার অবস্থা
নমুনা sheet এ লাগাতে হয় এবং
মাল্টি ফাইবার ও Sheet-এ লাগাতে হয়।
Md Tarikul
Islam(George)
No comments