বিভিন্ন ধরনের ফেব্রিক সম্পর্কে কিছু ধারনা।
যাদের Fabric এর ধারনা কম এই পোস্ট তাদের জন্য:
(1) Single Jersey: Fabric এর Top Side-এ চিকন চিকন দাগ থাকে এবং In Side- এ Net এর মত জালি থাকে। এই জাতীয় Fabric কে Single Jersey বলে।(2)All Over Print: যে Single Jersey Fabric এর Top Side- এ print থাকে তাকে All Over Print বলে।
(3) Yarn Dyed: যে Fabric এর Top & Bottom উভয় Side-এ একই ধরনের কালারের Stripe দেখা যায় তাকে Yarn Dyed Fabric বলে।
(4) Grey Melange S/J: Single Jersey যদি সাদা এবং Grey কালারের Mixed হয় তার নাম Grey Melange Single Jersey বলে।
(5) Terry Jersey: Top side দেখতে Single Jersey এর মত কিন্তু In Side Towel বা Bandege এর মত। এই জাতীয় Fabric কে Terry Jersey Fabric বলে।
(6)Fleece One Side Brush: Top Side Plain Single Jersey এর মত কিন্তু In side Brush বা তুলাতুলা।এই জাতীয় Fabric কে Fleece One Side Brush Fabric বলে।
(7) Rib : Top & Bottom উভয় Side-এ খাড়া লম্বা লম্বা দাগ থাকে এবং টানলে বাড়ে। এই জাতীয় Fabric কে Rib Fabric বলে। Rib Fabric কয়েক প্রকারের হয়।
যেমন:- 1*1 Rib
2*2 Rib
3*3 Rib
4 *4 Rib
(8)Pique(PK)/Lacoust : Top Side Dimond এর মত ভীট থাকে এবং In side Plain থাকে। ভীট ছোট হলে Single Lacoust এবং ভীট বড় হলে Doubble Lacoust বলে।
(9)Lycra Single Jersey :যে S/J কে দৈঘ্য প্রস্থ যে কোন দিকে টানলে বাড়ে তার নাম Lycra Single Jersey বলে।
(10)Lycra Rib: যে Rib Fabric উভয় দিকে টানলে বাড়ে তার নাম Lycra Rib । Lycra Rib কয়েক প্রকার হতে পারে। যেমন:
1*1 Lycra Rib
2*2 Lycra Rib
3*3 Lycra Rib
4*4 Lycra Rib
(11) Pollar Fleece:যে Fabric এর Both Side এ Brush করা বা তুলাতুলা তার নাম Pollar Fleece বলে।
(12)Mesh Fabric: মশারির মত বুনন বা ফাকা ফাকা মশারির মত ছিদ্র যুক্ত তাকে Mesh Fabric বলে।
(13)Interlock: Top Side এবং In Side Single Jersey এর মত খাড়া খাড়া বা লম্বা লম্বা দাগ দেখা যায় কিন্তু টানলে খুব অল্প বাড়ে। এই জাতীয় Fabric কে Interlock Fabric বলে।
(14) Slub Fabric:যে Fabric এর weath বরা বরা ছোটো ছোটো দাগ বা গিট থাকে তাকে Slub Fabric বলে।
(15) Burn out Fabric: যে Fabric pollester এবং Cotton Yean দিয়ে তৈরি করার পর AOP Factory থেকে বিশেষ ধরনে মেশিনের সাহায্যে কিছু কিছু অংশ থেকে cotton অংশ পুরিয়ে দিয়ে এক ধরনের ডিজাইন তৈরি করা হয়। এই জাতীয় Fabric সাধারণত Ladies iteam তৈরি করা হয়।
Md: Tarikul Islam (George)
Photo dile valo hoto
ReplyDelete