Different types of machines parts and functions
Overlock মেশিনের কিছু যন্ত্রাংশের নাম ও কাজের বিবরণঃ
On-Off switch: এই অংশের মাধ্যমে মেশিন চালু এবং বন্ধ করা হয়।
Neddle plat: এর
উপর ফেব্রিক রাখা হয়।
Thort plat: Neddle plat – এর মতই কাজ।
Pressuer feed:
এটি Throt plat ও Feed dock- এর মাঝে ফেব্রিক চাপ দিয়ে রাখে।
Feed dog:
ফেব্রিককে সামনে পিছনে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করে থাকে।
Rotary hook: এই অংশের কাজ হচ্ছে সেলাইকে ধরিয়ে দেয়া।
Bobbin: এখানে সেলাই সুতা জড়ানো থাকে।
Lower knife: এটি
ফেব্রিকের অতিরিক্ত অংশ কেটে ফেলে।
Upper knife:
এটিও Lower knife –এর মতই কাজ করে থাকে।
Lower looper:
এটি ফেব্রিকের মাঝে সেলাই তৈরি করতে সহায়তা করে।
Upper looper:
এটিও Lower knife-মতই ফেব্রিকের মাঝে সেলাই তৈরি করতে সহায়তা করে।
Tension post: ফেব্রিকের সেলাই সুতার স্টিচ লুজ টাইট করার জন্য এই Tension post ব্যবহার
করা হয়।
Thread take up spring: এটি টেনশনকে ক্লিয়ার রাখতে সাহায্য করে।
Upper knife
holder: এই Upper knife ফেব্রিকের অতিরিক্ত অংশ কেটে ফেলে।
Upper knife
conecting: এটি knife- কে উঠাতে নামাতে সাহায্যকরে থাকে।
Lower looper
knife conecting: এই অংশ Lopper- কে দানে বামে চলা-চল করতে সাহায্য করে থাকে।
Upper looper
conecting: এটি অংশ Lopper- কে উপরে নিচে চলা-চল করতে সাহায্য করে থাকে।
Neddle bar
conecting: এখানে Neddle bar- এর অংশ Neddle- কে উপরে নিচে চলা-চল করতে সাহায্য
করে থাকে
mtis0199@gmail.com
No comments